নেত্রকোণায় বিএনপির ২০৬ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার এক

একজনকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাবাসে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 01:03 PM
Updated : 11 Nov 2023, 01:03 PM

নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২০৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। 

কেন্দুয়া থানার এসআই মো. আলীমুর রাজী বাদী হয়ে শনিবার এ মামলা দায়ের করেন।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী এলাকার সড়কে লাঠি নিয়ে মশাল-মিছিল করে অটোরিকশা ভাঙচুর করা হয়। তখন মিছিলকারীরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা চালায়। এসব অপরাধের অভিযোগে মামলাটি হয়েছে।

মামলায় জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঞা দুলাল, জিয়া পরিষদের কেন্দ্রীয় সহকারী মহাসচিব নাজমুল হাসান ও কেন্দ্রীয় নেতা মোস্তফা-ই জামানসহ ১৩৬ জনের নামোল্লেখসহ ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় উপজেলার মাসকা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হাফিজ উদ্দিন ভূঞাকে (৫৬) গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাবাসে পাঠানো হয় বলে পুলিশ জানায়।  

ওসি এনামুল হক বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।