হিলি চেকপোস্টে ৯ ভরি স্বর্ণালঙ্কার জব্দ

এ ছাড়া ব্যাগে ছয় কেজির সমপরিমান পিতলের আংটিও পাওয়া যায়।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2022, 02:11 PM
Updated : 3 Dec 2022, 02:11 PM

দিনাজপুরের হিলি চেকপোস্টে ভারতীয় এক নারীর কাছ থেকে নয় ভরি স্বর্ণালঙ্কার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

শনিবার বেলা ১১টার দিকে কাস্টমসের ব্যাগেজ শাখায় ওই নারীর ব্যাগ তল্লাশি করে স্বর্ণালঙ্কারগুলো পাওয়া যায় বলে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাশ জানান। এ ছাড়া ব্যাগে ছয় কেজি ওজনের সমপরিমান পিতলের আংটিও পাওয়া যায়। 

সুকান্ত দাশ আরও জানান, কুসুম সরকার ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে কাস্টমস ব্যাগেজ শাখায় আসেন।  

“সন্দেহ হলে তার বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। তখন নয় ভরি স্বর্ণালঙ্কার ও ছয় কেজি পিতলের আংটি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।” 

তিনি আরও বলেন, “তবে স্বর্ণালঙ্কার ও আংটিগুলো নিজের নয় বলে দাবি করেন ওই নারী। তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দ মালামাল গুদামে জমা করা হয়।” 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওই চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, কুসুম সরকার নামের ওই নারী ভারতের পশ্চিমবঙ্গের রাঘুনাথবাতি গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন। 

এ বিষয়ে এখনও মামলা হয়নি বলে দিনাজপুরের হাকিমপুর থানার ওসি আবু সায়েম জানান।