গারো পাহাড়ের বন থেকে আসা হরিণটিকে তাড়া করে স্থানীয় কয়েক যুবক আটক করে।
Published : 14 Jun 2024, 09:06 PM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গারো পাহাড়ের বন থেকে লোকালয়ে আসা একটি ‘মায়া হরিণ’ আটকের পর দুর্গাপুরের বনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি লেঙ্গুড়া বিওপি টহল দল স্থানীয়দের কাছে থেকে হরিণটি উদ্ধার করে; পরে সেটি রাতে অবমুক্ত করেন বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসংয়ের স্বেচ্ছাসেবকরা।
বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের তারানগর এলাকায় শিশির মারাক বাড়ির পাশে হরিণটি দেখতে পেয়ে স্থানীয় কয়েক যুবক তাড়া করেন। এক পর্যায়ে তারা হরিণটি ধরে ফেলেন।
খবর পেয়ে ৩১ বিজিবির লেঙ্গুড়া বিওপির একটি টহল দল প্রাণীটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে প্রাণীটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।
রেঞ্জ কর্মকর্তা বলেন, সংগঠনটি বন বিভাগের স্পেশাল সেল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সঙ্গে যোগাযোগ করলে বিজিবির কাছ থেকে হরিণটি বুঝে নেওয়া হয়।
পরে রাতেই পার্শ্ববর্তী আরেক সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের গোপালপুরে বনে হরিণটি ছেড়ে দেওয়া হয় বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।