গোপালগঞ্জে সরকারি বরাদ্দের অর্থ দিয়ে নিজ বাড়িতে খেয়াঘাট নির্মাণের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
Published : 04 Apr 2025, 07:05 PM
গোপালগঞ্জর কোটালীপাড়া উপজেলায় সরকারি বরাদ্দের অর্থ দিয়ে নিজ বাড়িতে খেয়ার ঘাট নির্মাণের অভিযোগে এক ইউপি সদস্যের পদত্যাগ দাবি করেছেন এলাকাবাসী।
এ দাবিতে শুক্রবার দুপুরে উপজেলার রাজাপুরে পয়সারহাট-পীড়ারবাড়ি সড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় বলে জানান কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
এ সময় উপজেলার ত্রিমুখী বাজার কমিটির সভাপতি কেশব তালুকদার, রামশীল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজীব তালুকদারসহ অনেকেই বক্তব্য দেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দের অর্থ দিয়ে উপজেলার রামশীল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য অবনী রায় নিজ বাড়িতে ঘাটলা নির্মাণ করেছেন।
বক্তারা বলেন, রামশীল-রাজাপুর খেয়াঘাট দিয়ে প্রতিদিন গোপালগঞ্জ ও বরিশালের শতশত যাত্রী পারাপার হয়। দীর্ঘ বছর ধরে এ ঘাটে একটি ঘাটলা নির্মাণের দাবি করে আসছেন যাত্রীরা। দাবির পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থ বছরে সেখানে একটি ঘাটলা নির্মাণের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেয় গোপালগঞ্জ জেলা পরিষদ।
ঘাটনা বাস্তবায়ন প্রকল্প কমিটির সভাপতি হন ইউপি সদস্য অবনী রায়। তিনি খেয়াঘাটে ঘাটলা নির্মাণ না করে তার নিজ বাড়ির ঘাটে নির্মাণ করেন। এতে তিনি ব্যক্তিগতভাবে উপকৃত হলেও রামশীল-রাজাপুর খেয়াঘাটের যাত্রীদের দুর্ভোগ রয়েই গেছে।
ইউপি সদস্য অবনী রায় বলেন, “আমার বাড়ির পাশের ৫০ থেকে ৬০ বছরের পুরোনো খেয়াঘাটের প্রকল্প দিয়েছিলাম। জেলা পরিষদ সেখানে তিন লাখ টাকা বরাদ্দ দেয়। সেখানে ঘাটলা নির্মাণ করা হয়েছে।
“সম্প্রতি রাজাপুর ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে আমি কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছি। এই ইউনিয়ন থেকে আট থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে যারা খেলাপি হয়েছেন, তাদের ঋণ পরিশোধে চাপ দেওয়া হচ্ছে। তাই তারা আমার নামে মিথ্যা অভিযোগ করছেন।”
এ প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর জেলা পরিষদের পক্ষ থেকে দুই বার প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের প্রশংসা করা হয়েছে বলে দাবি অবনী রায়ের।