সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীর মৃত্যু হয়।
Published : 03 Aug 2023, 07:07 PM
সিলেটের জকিগঞ্জে এক স্কুলছাত্রীকে জুসের সঙ্গে বিষ খাইয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মেয়েটি বাবা থানায় হত্যাচেষ্টা মামলা করেছিলেন।
বৃহস্পতিবার জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি ঘটে ১৯ জুলাই উপজেলার গণিপুর গ্রামে। বিষপানে হত্যাচেষ্টার অভিযোগে ২৬ জুলাই মেয়েটির বাবা বাদী হয়ে একই গ্রামের কালন আহমদ (২২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছিলেন।
ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীর মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে বুধবার পারিবারিক কবরস্থানে মেয়েটির দাফন সম্পন্ন হয়।
মামলা নথির বরাত দিয়ে পুলিশ জানায়, জকিগঞ্জের গণিপুর গ্রামের কালন আহমদ (২২) একই গ্রামের স্কুল পড়ুয়া ১৫ বছর বয়সি এক কিশোরীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। এ বিষয়ে মেয়েটির বাবা কালনের অভিভাবকদের কাছে নালিশ দিলেও কোনো কাজ হয়নি। ফলে দিন দিন উত্ত্যক্তের মাত্রা বেড়ে যায়। গত ১৯ জুলাই সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে কালন তার হাতে জুস দিয়ে খেতে বলে। বিব্রত অবস্থায় পড়ে বাধ্য হয়ে মেয়েটি সেই জুস খেয়ে বিদ্যালয়ে চলে যায়। তবে বিদ্যালয়ে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। পরে ছুটি নিয়ে বাড়ি চলে এসে পরিবারের লোকদের বিষয়টি জানায়।
তখন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মেয়েটিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান জকিগঞ্জ ওসি মোশাররফ হোসেন।