ঝিনাইদহে দম্পতির মরদেহ উদ্ধার

ছেলের পরিবার বিয়ে মেনে নিলেও মেয়ের পরিবার মানছিল না। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2022, 09:32 AM
Updated : 24 Nov 2022, 09:32 AM

ঝিনাইদহ সদরের একটি মাঠের মেহগনি গাছ থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; যারা দুই মাস আগে পরিবারের অমতে বিয়ে করে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার হাটবাকুয়া গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান।

রমজান হোসেন (২০) জেলা সদরের তালতলা হরিপুর গ্রামের চমু শেখের ছেলে এবং মুক্তা খাতুন (১৮) হরিনাকুণ্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে।

মুক্তার হাতে মেহেদি দিয়ে লেখা ছিল ‘আমি মুক্তা ও রমজান‘। চলে যাচ্ছি। বাড়ির দোষ।’ 

ওসি বলেন, রমজান হামদো এলাকায় একটি মোটর গ্যারেজে কাজ করতেন। তার সঙ্গে মুক্তার প্রেমের সম্পর্ক গড়ে উঠলে প্রায় দুই মাস আগে পরিবারের অজান্তে তারা বিয়ে করেন।

“কিন্তু রমজানের পরিবার মেনে নিলেও মুক্তার পরিবার এ বিয়ে মেনে নিচ্ছিল না। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। বৃহষ্পতিবার সকালে মুক্তাকে তার বাবা-মা এসে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল।

“বুধবার রাত ২টার দিকে রমজান ও মুক্তা বাড়ি থেকে বের হয়। সকালে বাড়ির পাশের হাটবাকুয়া গ্রামের মাঠের একটি মেহগনি গাছ থেকে একই ওড়নায় তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।”

ওসি আরো জানান, মুক্তার হাতে মেহেদি দিয়ে কিছু লেখা রয়েছে। সেটা সুইসাইড নোট বলে মনে হচ্ছে।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।