সেন্ট মার্টিন সৈকতে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির লাশ

পুলিশ জানায়, নিহতের বয়স ৩০ থেকে ৩৫ মধ্যে হবে।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 09:20 AM
Updated : 6 Nov 2023, 09:20 AM

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্রসৈকতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে সেন্ট মার্টিনের ডেইলপাড়া উত্তর সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান দ্বীপটির পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম হাসান।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান,  স্থানীয় জেলেরা ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক সেলিম হাসান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। তবে নিহতের বয়স ৩০ থেকে ৩৫ মধ্যে হবে।