এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।
Published : 07 Aug 2024, 05:25 PM
ঝালকাঠি শহরে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ ছাড়া শহরের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা শিক্ষার্থীদের অভিযানে সড়ক থেকে ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করা হয়।
শিক্ষার্থীরা জানান, নিজ উদ্যোগে এ কাজ শুরু করেছেন তারা। সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। ট্রাফিক পুলিশ না থাকায় তারা সড়কে ট্রাফিক ব্যবস্থাও সচল রেখেছেন।
ঝালকাঠি কবিতা চক্রের সাধারণ সম্পাদক মু. আল-আমীন বাকলাই জানান, শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্ন ও ট্রাফিক ব্যবস্থাকে সচল করা পাশাপাশি জেলার সাংস্কৃতিক সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের এলাকায় ঘুরে ঘুরে তাদের খোঁজ খবর নিচ্ছেন।
এ ছাড়া বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও স্থানীয়দের নিয়ে রাতে পাহারা বসানো হয়েছে; যা অব্যাহত থাকবে বলে তিনি জানান।