ওয়ার্ডক্লাস ও হাসপাতাল চালুর দাবিতে মাস খানেক ধরে নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
Published : 20 Apr 2025, 03:44 PM
‘স্বাস্থ্যসংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’- প্লেকার্ডে এমন স্লোগান লিখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
রোববার সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর পয়েন্টে মেডিকেল কলেজের সামনে এ বিক্ষোভ করেন কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা।
প্রায় দুই ঘণ্টা ব্যাপী অবরোধে রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে শিক্ষার্থীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে দেন।
এক পর্যায়ে সেনাবাহিনী লাঠিপেটা করে বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ওয়ার্ডক্লাস চালু ও হাসপাতাল চালুর দাবিতে মাস খানেক ধরে নানা কর্মসূচি পালন করে আসছেন তারা। এক সপ্তাহ আগেও তারা সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। তখন জেলা প্রশাসক এসে তাদের আশ্বাস দেন। কিন্তু তাদের দাবি পূরণের কোনো প্রতিফলন পাওয়া যাচ্ছে না।
তাদের দাবি- তারা মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পড়ালেখা করলেও হাতেকলমে শিক্ষার জন্য তাদের ওয়ার্ড ক্লাস চালুর ব্যবস্থা নাই। হাসপাতাল চালুর খবর নেই। এতে স্বাভাবিক ক্লাস থেকেও বঞ্চিত হচ্ছেন। চিকিৎসার মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে তারা পিছিয়ে আছেন।
অবরোধ পালনকারী শিক্ষার্থী সাকিব বলেন, “আমরা শিক্ষাজীবন থেকে পিছিয়ে যাচ্ছি ওয়ার্ড ক্লাস চালু না হওয়ায়। তাই আমরা শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি পালন করছি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও সেনাবাহিনী এসে বাধা দিয়েছে। এতে আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।”
জানা যায়, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল ২০২১ সালে। তখন অস্থায়ী ক্যাম্পাস থাকলেও দুই বছর স্থায়ী ক্যাম্পাস পায় শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার জন্য ২০২৪ সালে এই মেডিকেল কলেজের অধীনে হাসপাতাল চালুর কথা ছিল। কিন্তু ৫০০ শয্যার সে হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হলেও চিকিৎসা কার্যক্রম এখনো শুরু হয়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা বাঁশ দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়েন সড়কে যাতায়াতকারীরা।
খবর পেয়ে সেনাবাহিনী এসে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যাওয়ার কথা বলে। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে সেনাবাহিনী লাঠিচার্জ করে।
পরে অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভ পালন করছে শিক্ষার্থীরা ।
এ বিষয়ে সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন গণমাধ্যমকর্মীদের বলেন, “সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরানো হয়েছে। কারণ সড়কে তীব্র যানজট দেখা দিয়েছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।”