৮৩ বোতল বিদেশি মদ উদ্ধারের খবরও জানিয়েছে কোস্টগার্ড
Published : 14 Aug 2024, 04:31 PM
কক্সবাজারে টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ সাত পাচারকারিকে আটকের খবর জানিয়েছে কোস্টগার্ড।
বুধবার ভোরে উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের অদূরবর্তী সাগর থেকে তাদের আটক করা হয় বলে কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান।
আটকরা বাংলাদেশি নাগরিক বলে কোস্টগার্ড জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, “টেকনাফের সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপ সংলগ্ন অদূরবর্তী সাগরে মিয়ানমার দিক থেকে আসা একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয় কোস্টগার্ড সদস্যদের। এ সময় তারা নৌকার চালকেকে থামার জন্য নির্দেশ দেন।
“কিন্তু পাচারকারিরা নৌকা না থামিয়ে দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি জব্দ করে।”
এ সময় নৌকায় নৌকায় তল্লাশি করে ২ কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার এবং সাত পাচারকারিকে আটক করা হয় বলে জানান এ কোস্টগার্ড কর্মকর্তা।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।