সড়কের পাশে পড়ে থাকা কলাগাছ এড়িয়ে যাওয়ার চেষ্টা করার সময় বাসের মুখোমুখি পড়ে যায় এবং বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেলটি ।
Published : 10 Nov 2024, 01:46 PM
কুড়িগ্রামে বাস চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাই।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কের টেক্সটাইল মিলের পচা মসজিদ মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ওসি মো. নাজমুল হোসেন।
নিহত শামসুল আলম (৩৩) কুড়িগ্রাম পৌরসভার নাজিরা গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন তার ভাই আবুল কাশেম।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, রোববার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস পচার মসজিদ এলাকায় আসে। এ সময় বিপরীত দিক থেকে আসছিল একটি মোটরসাইকেল।
মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা কলাগাছ এড়িয়ে যাওয়ার চেষ্টা করার সময় বাসের মুখোমুখি পড়ে যায় এবং বাসের নিচে ঢুকে যায়।
এতে চাকার নিচে পিষ্ট হয়ে চালক শামসুল আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার ভাইকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বাসটি সরিয়ে নিলে এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়।
ওসি নাজমুল বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি, দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।