গ্রেপ্তারদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
Published : 10 Feb 2025, 09:48 PM
টাঙ্গাইল সদরে অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে গ্রেপ্তারদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ।
এর আগে রোববার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুন্না গোয়ালা (৫২), কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খান (৫৫) এবং ছাত্রলীগ টাঙ্গাইল শহর শাখার সহসভাপতি ইকবাল হায়াত (৩২)।
ওসি তানভীর আহমেদ বলেন, রাতে মুন্না গোয়ালাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই রাতে চারাবাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস খান এবং পরে মধ্যরাতে পৌরসভার বটতলা এলাকা থেকে ছাত্রলীগ নেতা ইকবাল হায়াতকে গ্রেপ্তার করা হয়।
ওসি তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তারদের গত বছরের ১৩ নভেম্বর দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।