সোমবার ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে গণঅধিকার পরিষদ।
Published : 09 Dec 2024, 09:01 PM
ভোলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জমি দখল ও চাঁদাবাজি বন্ধের দাবিতে গণঅধিকার পরিষদ মানববন্ধন করেছে। পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে।
সোমবার বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অন্তত ১০টি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সদরের ভেদুরিয়া, ইলিশা, তুলাতুলি, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশনের বিভিন্ন এলাকায় নদীতে ভাটার সময় বালু কাটা হচ্ছে। নদী থেকে বালু কেটে নেওয়ায় নদী ভাঙনে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে।
মেঘনা ও তেঁতুলিয়া নদীর ৩০টি ডুবোচর ৫০ প্রভাবশালীর দখলে রয়েছে জানিয়ে তারা বলেন, একেক প্রভাবশালীর দখলে রয়েছে তিন থেকে পাঁচ কিলোমিটার এলাকা। সাধারণ জেলেদের ওই এলাকায় প্রবেশ ও জাল ফেলা নিষিদ্ধ রয়েছে। মাছের প্রজাতি শিকার করে ওই চক্র রাতারাতি কোটিপতি বনে যাচ্ছে।
বক্তারা বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলনের কারণে ভেস্তে যাচ্ছে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার ভাঙন রোধের প্রকল্প।
মানববন্ধনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ ভোলা জেলা শাখার সদস্যসচিব আতিকুর রহমান আবু তৈয়ব, যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন মঞ্জু, অন্তর হাওলাদার, লালমোহন পৌরসভা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল্লহ আল মামুন, ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গাজী ইমরান, ভোলা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আকতার, সাধারণ সম্পাদক আরিয়ান আরমান।