“হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
Published : 22 Feb 2025, 05:37 PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. শাকিল আহমেদ সজিব জানান।
মৃত মো. মূসা মিয়া (৪৮) বিদ্যাকুট গ্রামের বাসিন্দা।
মূসা ভাতিজা রায়হান আহমেদ বলেন, “কাকা কনস্ট্রাকশন কাজের ঠিকাদার ছিলেন। তিনি বিদ্যাকুট পূর্বপাড়া খা বাড়ির একটি নতুন বিল্ডিয়ের কাজের সাইট দেখতে গিয়েছিলেন।
“ছাদের মধ্যে থাকা একটি বাঁকা রড সোজা করতে গেলে উপরে থাকা বিদ্যুতের তারে রড লাগলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন। এরপর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
চিকিৎসক শাকিল বলেন, “হাসপাতালে আনার পর ইসিজি করেছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”