সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
Published : 14 Jun 2024, 03:57 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্র সৈকতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ ভেসে এসেছে।
শুক্রবার দুপুরে নোয়াখালিয়া পাড়া সৈকত থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বলে জানান টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইলিয়াছ।
নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৪০ বছর।
স্থানীয়দের বরাতে ইলিয়াছ বলেন, দুপুর ১টার দিকে জোয়ারের সময় সৈকতে একটি মৃতদেহ ভেসে আসে। স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে জনপ্রতিনিধিসহ পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
“মৃতদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। চেহারা বিকৃত হওয়ার পাশাপাশি শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। অন্তত সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
তিনি বলেন, কয়েকদিন আগেও টেকনাফ সৈকত ও নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে অজ্ঞাত পরিচয় দুটি মৃতদেহ ভেসে আসে। ওই মৃতদেহগুলো দেখে মিয়ানমারের নাগরিক বলে ধারণা করা হয়।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।