নওগাঁর মান্দা উপজেলায় বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে ঘুমন্ত এক নারীর মৃত্যু হয়েছে, যিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের সদস্যরা বলছেন।
মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী জানান, শনিবার রাতে গণেশপুর ইউনিয়নের চকনন্দরাম গ্রামে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ৬০ বছর বয়সী আনোয়ারা বিবি ওই গ্রামের পিয়ার বক্স মণ্ডলের স্ত্রী।
পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই ঘর থেকে বের হতে পারেননি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত ১টার দিকে বাড়িতে আগুন লাগে। প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহতের ছেলে সুমন রানা বলেন, “আগুন লাগার সময় মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পর ঘরের ভেতর মায়ের মরদেহ পাওয়া যায়।“
মান্দা ফায়ার স্টেশনের কর্মকর্তা শফিউর রহমান বলেন, রোববার দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাননি এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।
এ ঘটনায় ওই নারীর ছেলে থানায় ইউডি মামলা করেছেন বলে জানান ওসি নূর-এ আলম সিদ্দিকী।