“অনি রানী হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বর্জ্যবাহী গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
Published : 26 May 2024, 12:10 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ৷
রোববার সকাল ৮টার দিকে পাঠানটুলী জামে মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান।
নিহত ৩৫ বছর বয়সী অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রাহ্মণপাড়া গ্রামের ভবেন চন্দ্রের মেয়ে।
তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক গাড়ি চালক ইকবালের বয়সও ৩৫ বলে জানিয়েছে পুলিশ। তিনি নগরীর খানপুর এলাকার খোকনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আবু বকর বলেন, “অনি রানী হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বর্জ্যবাহী গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরে স্থানীয়রা গাড়ি চালককে আটক করে থানায় খবর দিলে তারা ঘটনাস্থলে যান বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
ওসি আবু বকর বলেন, “অনি নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করতেন। তিনি ছয়মাসের গর্ভবতী ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে৷”
নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।