ফেরি ঘাটে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
Published : 29 Mar 2025, 01:22 PM
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে পরিবহন যাত্রীর অপেক্ষায় রয়েছে ফেরি।
শনিবার সকালে ৩ ও ৫ নম্বর ঘাটে বেশ কয়েকটি ফেরি যাত্রীর অপেক্ষায় থাকতে দেখা গেছে।
এদিকে, লঞ্চ ঘাটে সকালের দিকে যাত্রীর চাপ থাকলেও কোনো ভোগান্তি ছিল না।
পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপার ভাইজার পান্না লাল নন্দী বলেন, “সকালের দিকে কিছুটা যাত্রী পেলেও ১০টার পর থেকে যাত্রী কমে গেছে।”
এ নৌরুটে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করার কথাও জানান নন্দী।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, “কোনো ধরনের চাপ নেই। যাত্রীরা শান্তিতে পারাপার হচ্ছেন। ফেরি যাত্রী আর যানবাহনের অপেক্ষায় রয়েছে।”
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, “শনিবার সকালে ঘাটে চাপ থাকলেও কোনো ভোগান্তি ছিল না। যানবাহন সরাসরি ফেরিতে উঠছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১১টি রো রো ফেরি, একটি কে টাইপ ফেরি, তিনটি ছোট ফেরি সহ ১৭টি ফেরি চলাচল করছে।”
সেলফি পরিবহনের যাত্রী রহিম বলেন, “পথে কোনো ভোগান্তি ছাড়াই ঘাটে আসলাম।”
বন্ধু পরিবহন সংস্থা এমভি রাকবার্ড নামের লঞ্চের যাত্রী সোহাগ বলেন, “আমরা নবীনগর থেকে লোকাল গাড়িতে আসছি। দ্রুত পার হতে লঞ্চে যাচ্ছি।”
ফায়ার সার্ভিসের ঢাকা (বঙ্গ বাজার) অফিসের ওয়্যার হাউজ পরিদর্শক মো. আব্দুস সালাম বলেন, “কোনো কারণে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনা ঘটলে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের ১০ জন এখানে দায়িত্ব পালন করছে। এছাড়া ডুবুরি দলও প্রস্তুত রাখা হয়েছে।”
শিবালয় থানার পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, “পাটুরিয়া ঘাট, আরিচা ঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কে সাত শতাধিক পুলিশ দায়িত্ব পালন করছে।”