৬৫ বছর বয়সি আল মামুন সরকার দীর্ঘ দিন ধরে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন
Published : 22 Feb 2024, 01:29 AM
মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
সোমবার সকাল সাড়ে ৮টায় জেলা শহরের বাগানবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে তিনি মারা যান বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন জানান।
৬৫ বছর বয়সি আল মামুন সরকার দীর্ঘ দিন ধরে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন বলে জানান তার স্বজনরা।
বাদ আসর জেলা ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে শহরের শেরপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান গোলাম মহিউদ্দিন খোকন।
ছাফিউর রহমান সরকার ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান আল মামুন সরকার ১৯৫৮ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আয়নাডোবা গ্রামে জন্মগ্রহণ করেন।
ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন; মাত্র ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি, জেলা ছাত্রলীগের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন আল মামুন সরকার। সবশেষ তিনি জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]