রোহিঙ্গা ক্যাম্পে নারীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

কক্সবাজারে টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2021, 02:00 PM
Updated : 3 Nov 2021, 02:00 PM

বুধবার বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

নিহত মোবারাজান (৩৪) টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জাফরের স্ত্রী।

গ্রেপ্তার মোহাম্মদ জাফর (৪০) একই ক্যাম্পের ছৈয়দ আহম্মদের ছেলে।

স্থানীয়দের বরাতে তারিকুল বলেন, টেকনাফের ২৬ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জাফর ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। মঙ্গলবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

"মঙ্গলবার রাতের কোনো এক সময় মোবারাজানকে জবাই করে জাফর পালিয়ে যায়। সকালে খবর পেয়ে এপিবিএনের একটি দল মৃতদেহ উদ্ধার করে।"

পুলিশ সুপার বলেন, ঘটনার পর থেকে এপিবিএন অভিযান শুরু করে। এক পর্যায়ে বুধবার বিকালে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ জাফরকে গ্রেপ্তার করা হয়।

লাশ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তারিকুল ইসলাম।