কিশোরগঞ্জে মন্দিরে ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার ৫

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মন্দিরে ভাংচুরের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2020, 04:25 PM
Updated : 18 Nov 2020, 04:25 PM

উপজেলার ভবানীপুর গ্রামে কালীপূজার জন্য নির্মিত অস্থায়ী মণ্ডপে মঙ্গলবার  রাত সাড়ে ১০টার দিকে প্রতিমা ভাংচুরের ঘটনায় তাদের আটক করা হয় বলে জানান নিকলী থানার ওসি মো. শামসুল আলম সিদ্দীকি।

তিনি বলেন, মণ্ডপের কাছে গানবাজানোকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ১টার দিকে থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। বুধবার আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।

ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের একজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভবানীপুর গ্রামের উত্তম বর্মণ (৩৫), পাপ্পু বর্মণ (২৬), ইরেন্দ্র বর্মণ (৪০), বড়হাটি গ্রামের তাজুল ইসলাম শিপন (৩৫) ও সুরুজ আলী (৪২)।

আদালত পুলিশের পরিদর্শক সিএসআই হাবীবুর রহমান জানান, বিচারকের থাস কামরায় প্রধান আসামি উত্তম বর্মণ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।