যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও দুই কর্মকর্তা বরখাস্ত

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হতাহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া আরও দুই কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2020, 05:07 PM
Updated : 17 August 2020, 05:07 PM

সোমবার তাদের বরখাস্তের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন জেলা সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার সাহা।

এরা হলেন কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও শারীরিক প্রশিক্ষক কে এম শাহানুর আলম।

এ নিয়ে এই ঘটনায় কেন্দ্রের চার কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এর আগে রোববার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহর বরখাস্তের খবর জানানো হয়।

এছাড়া শুক্রবার তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে বরখাস্তের কথা জানিয়েছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম।

এছাড়া রোববার কেন্দ্রের আট কিশোরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যারা হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় কেন্দ্রে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা যশোররে চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান জানান, বন্দি আট কিশোরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য রোববার আদালতে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এরা হলেন চুয়াডাঙ্গার আনিছ, গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটোরের হুমাইদ হোসনে ও মোহাম্মদ আলী, পাবনার ইমরান হোসনে ও মনোয়ার হোসেন, রাজশাহীর পলাশ ওরফে শিমুল ওরফে পলান এবং কুড়িগ্রামের রিফাত আহমদে।

বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ১৫ জন।

শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ দাবি করে, বন্দি কিশোরদের দুই দলের সংঘর্ষে হতাহতের ওই ঘটনা ঘটে।

তবে আহত কিশোরদের ভাষ্য, কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মীর সঙ্গে দ্বন্দ্বের জেরে কেন্দ্র কর্মকর্তা, আনসার সদস্য ও তাদের ‘অনুগামী’ কয়েকজন কিশোরের মারধরে হতাহতের এ ঘটনা ঘটেছে।