যশোরে ৩ কিশোর নিহত: জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনা তদন্তে একটি কমিটি করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2020, 08:26 PM
Updated : 14 August 2020, 08:27 PM

কমিশনের উপ-পরিচালক এম রবিউল ইসলামকে প্রধান করে দুই সদস্যের এই কমিটিতে সহকারী পরিচালক মো. আজহার হোসেনকে রাখা হয়েছে।

শিশু উন্নয়ন কেন্দ্রে আসলে কীভাবে হতাহতের ঘটনা ঘটেছে, সেখানে মানবাধিকার লংঘন বিষয়ক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং দায়িত্বশীলদের দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না সে সব বিষয় কমিটিকে খতিয়ে দেখতে বলা হয়েছে।

শুক্রবার এক অফিস আদেশে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন।

বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ১৫ জন।

শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষের বরাতে পুলিশ প্রথমে বন্দি কিশোরদের ‘দুই পক্ষের সংঘর্ষে’ হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছিল।

তবে হাসপাতালে ভর্তি হওয়া আহত কিশোরদের অভিযোগ, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দফায় দফায় মারধর করে, তাতেই হতাহতের ঘটনা ঘটে।

এই ঘটনা তদন্তে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরও দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

এদিকে শুক্রবার নিহত এক কিশোরের বাবা যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার জেরে শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বালকদের জন্য দেশে দুটি কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে। এর একটি গাজীপুরের টঙ্গিতে, অন্যটি যশোর শহরতলির পুলেরহাটে। যশোর কেন্দ্রে মোট বন্দির সংখ্যা ২৮০ জন বলে কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে।