কোভিড-১৯: নওগাঁয় কাপড় ব্যবসায়ীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁয় এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 10:10 AM
Updated : 2 June 2020, 11:11 AM

জেলা শহরের কাপড়পট্টি এলাকার নিজ বাড়িতে সোমবার রাত ১২টার দিকে ৫৮ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

মঙ্গলবার জেলার ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদ এ কথা জানান।  
তিনি বলেন, ঈদের দুইদিন আগে ওই ব্যবসায়ীর তার জ্বরসহ করোনাভাইরাসের  বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এরপর তিনি দোকান বন্ধ করে কোয়ারেন্টিনে চলে যান। ঈদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ আসে। এরপর থেকে তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন।”

সিভিল সার্জন বলেন, এ নিয়ে নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল। এছাড়া মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত নওগাঁয় মোট ১৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন।