গাজীপুরে ইতালি প্রবাসীদের হাসপাতালের তালা ভেঙে বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2020 10:09 PM BdST Updated: 16 Mar 2020 08:34 PM BdST
-
’মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কলাপসিবল গেইট ভেঙে বেরিয়ে আসা বিক্ষোভরত প্রবাসীদের মূল ফটকের ভেতর দেখা যাচ্ছে।
-
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ইতালি থেকে সদ্য দেশে আসা প্রবাসীরা কোয়ারেন্টিনে রাখায় হাসপাতালের তালা ভেঙে বিক্ষোভ করেছে।
রোববার বিকালে গাজীপুর মহানগরের পূবাইলে ’মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর কলাপসিবল গেইটের তালা ভেঙে বাইরে এসে বিক্ষোভ করে তারা বলে জানায় প্রশাসন।
পরে তাদের চারজনের শরীরে জ্বর অনুভূত হওয়ায় ঢাকার উত্তরায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী।
দেশে ফেরার পর গত শনিবার রাতে ৪৮ জনকে গাজীপুর মহানগরের পূবাইলে ’মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পর্যবেক্ষণে রাখার জন্য নেওয়া হয়।
তাদের আগে শনিবার সকালে ইতালি থেকে দেশে ফেরা প্রবাসীরাও ঢাকায় হজ ক্যাম্পে কোয়ারেন্টেনে রাখার ব্যবস্থা করায় বিক্ষোভ দেখায়। পরে তাদের পরীক্ষা-নিলীক্ষা শেষে বাড়ি যাওয়ার অনুমতি দেয় প্রশাসন। এ ঘটনার পর এই ৪৮ জনকে গাজীপুরের এই মা ও শিশু কেন্দ্রে রাখা জন্য নিয়ে যাওয়া হয়েছিল।
ঘটনার বিবরণ দিয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, প্রবাসীরা বিদেশ থেকে দেশের জন্য অনেক বৈদেশিক মুদ্রা পাঠানোর কথা পেড়ে তাদের কোন অপরাধে মেঘডুবি হাসপাতালে আটকে রাখা হয়েছে জানতে চায়।
“এসব বলে তারা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ওই হাসপাতালের ভেতরের কলাপসিবল গেইটের তালা ভেঙে হাসপাতাল চত্বরে বের হয়ে আসেন তারা।”
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভুইয়া জানান, শনিবার বিকালে বিক্ষোভ ও ভাংচুরের খবর পেয়ে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
ইউরোপ থেকে বাংলাদেশে আসা বন্ধ সোমবার দুপুর থেকে
চার জনের জ্বর
গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, “চারজনের দেহে লক্ষণীয় মাত্রায় জ্বর থাকায় আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদেরকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা এখনও ভালো আছে। তাদের আর কোন সমস্যা নেই।

একজন মেডিকেল অফিসার তাদের পর্যবেক্ষণ করছেন। প্রবাসীদের জন্য জেলা প্রশাসন থেকে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। মশার উপদ্রব থেকে রক্ষায় মশারি ও কয়েল দেওয়া হয়েছে। প্রতি কক্ষে ৩/৪ ফুট দূরে দূরে ১০ জন থেকে ৬ জন করে রাখা হয়েছে। এছাড়া এক প্রবাসীর স্ত্রী-সন্তানকে আলাদা করে এক কক্ষে রাখা হয়েছে বলে জানান ইউএনও।
করোনাভাইরাস: ইতালিফেরত ৪৮ জন গাজীপুরে
সেখানে ৭০ জন থাকার ব্যবস্থা রয়েছে, তবে সেখানে শনিবার ৪৮ জনকে পাঠানো হয়।
এদিকে, রোববার আইইডিসিআরের নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ থেকে ফেরা ২ হাজার ৩১৪ জন দেশের বিভিন্ন এলাকায় যার যার বাড়িতে ‘কোয়ারেন্টিনে’ আছেন।
গত সপ্তাহের শুরুতে নভেল করোনাভাইরাস পাওয়া তিনজন চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে গেছেন। তবে নতুন দুজনের দেহে শনিবার সংক্রমণ পাওয়া যায় বলে আইইডিসিআর জানিয়েছে।
-
পদ্মা: জীবন-মৃত্যু সুতোয় বাঁধা
-
খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যায় ‘প্ররোচনা’, প্রেমিকা গ্রেপ্তার
-
পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিতে সাইকেলে ২২১ কিলোমিটার পাড়ি
-
গাজীপুরে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
-
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২
-
সিলেটে বন্যার্তদের পাশে শাহজালাল বিশ্ববিদ্যালয়
-
পদ্মা সেতু: ইলিশ রেস্তোরাঁ ‘রমরমা হবে’ শিমুলিয়ায়
-
জামালপুরে নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু, আরেক ছাত্রী নিখোঁজ
-
খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যায় ‘প্ররোচনা’, প্রেমিকা গ্রেপ্তার
-
পদ্মা নদী যাদের জন্য জীবন-মৃত্যুর সুতোয় বাঁধা
-
গাজীপুরে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
-
সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২
-
কুড়িগ্রামে ‘কিল-ঘুষিতে’ প্রতিবেশী নিহত, গ্রেপ্তার ২
-
সিলেটে বন্যার্তদের পাশে শাহজালাল বিশ্ববিদ্যালয়
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?