ব্যাপকভাবে কেরোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশ ইতালি থেকে আসা ৪৮ জন বাংলাদেশিকে গাজীপুর মহানগরের পূবাইলে এক কেন্দ্রে রাখা হয়েছে।
Published : 14 Mar 2020, 11:45 PM
শনিবার রাতে মহানগরের পূবাইলে ’মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্র’-এ নেওয়া হয়; তাদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেখানে তা পর্যবেক্ষণ করা হবে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী জানান, এ হাসপাতালে ৭০ জনকে আইসোলেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব নিয়ম-কানুন মেনে ৪৮ জনকে এ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই ইতালি থেকে শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছেন। বিমানবন্দর থেকে আলাদা দুটি বাসে তাদের গাজীপুরে নেওয়া হয়।
“এ হাসপাতালে রেখে তাদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হবে। তাদেরকে করোনাভাইরাস বিষয়ক সচেতনতামূলক পরামর্শও দেওয়া হবে।”
পূবাইল থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, রাত পৌনে ১২টার দিকে তারা মেঘডুবি হাসপাতালে পৌঁছেছেন। এই বাংলাদেশিরা সবাই ইতালি প্রবাসী।
রাতে তাদের বুঝে নেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকীসহ স্থানীয় প্রশাসনের কয়েক কর্মকর্তা বলে জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেছেন, বিশ্বজুড়ে মহামারীর রূপ নেওয়া করোনাভাইরাসের এখন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ইউরোপ।
তাদের তথ্য অনুযায়ী, শনিবার নাগাদ বিশ্বের ১২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে নভেল করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৮। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৩২০ জনে। শুধু ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৬ জন এবং সেদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৬০ জন।
এদিকে, শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, গাজীপুরে একটি মেডিক্যাল অ্যাসিস্টেন্টস ট্রেনিং স্কুলের হোস্টেরে এই ইতালিফেরত বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করার কথা।
তিনি বলেন, “তাদেরকে আমরা সেখানে নিয়ে যাব। একইভাবে তাদের পরীক্ষা করা হবে। যদি কোন ভাইরাস না পাওয়া যায়, এখানে যেভাবে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি, সেখান থেকেও বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।”
এর আগে শনিবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ইতালি থেকে ১৪২ জনের আরেকটি দল দেশে ফেরে। দেশে আসার পর বিমানবন্দর থেকে তাদের আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তাদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা ‘হোম কোয়ারেন্টিনে’ থাকবেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়েছি, রোববার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ইতালি থেকে আরও ১৫৫ জন আসবেন।