যৌন নিপীড়ন: নুসরাতের অধ্যক্ষের বিরুদ্ধে সাক্ষ্য ১৩ নভেম্বর

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ফাঁসির আদেশপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলায় সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে ১৩ নভেম্বর নির্ধারণ করেছে আদালত।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 10:09 AM
Updated : 28 Oct 2019, 03:04 PM

বাদী পক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু জানান, রোববার সাক্ষ্যগ্রহণের দিন থাকলেও বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে এই নতুন দিন নির্ধারণ করেছে আদালত।

১৩ নভেম্বর মামলার একমাত্র আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফেনীর সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার যৌন নিপীড়নের প্রতিবাদ করায় নুসরাতকে পুড়িয়ে হত্যা করা হয়। সিরাজ ছিলেন এই হত্যাকাণ্ডের হুমুকদাতা। হত্যা মামলায় সিরাজসহ ১৬ আসামির সবাইকে বৃহস্পতিবার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তারা কারাগারে রয়েছেন।

নুসরাত ছিলেন ওই মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে তাকে কৌশলে হলের ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় খুনিরা। দগ্ধ অবস্থায় চিকিৎসা চলাকালে ১০ এপ্রিল মারা যান নুসরাত।

আইনজীবী সাজু বলেন, গত ৩ জুলাই ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালতে যৌন নিপীড়ন মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ফেনীর পরিদর্শক মো. শাহ আলম।

তার পরদিন শুনানি শেষে মামলাটি ফেনীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুনালের স্থানান্তর করা হয়। ৫ অগাস্ট অভিযোগ গঠন শেষে সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ অক্টোবর দিন নির্ধারণ করেছিল আদালত।