সাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

মশাবাহিত রোগ ডেঙ্গুকে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এক গৃহবধূর মৃত্যুর খবর এসেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2019, 04:33 AM
Updated : 23 August 2019, 04:36 AM

শাহানারা খাতুন নামের ৩৭ বছর বয়সী ওই নারী সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসকের পরামর্শে খুলনায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাত ১টার দিকে মারা যান শাহানারা।

জানতে চাইলে সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. আসাদুজ্জামান বলেন, গত ১৮ অগাস্ট জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন শাহানারা খাতুন। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

“বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে শাহানারাকে খুলনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু পথেই সে মারা যায়।”

এর আগে বৃহস্পতিবার আলমগীর হোসেন গাজী (১৪) নামে কালিগঞ্জের এক মাদ্রাসা ছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়।

চলতি বছর এ নিয়ে ১৭৭ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যদিও ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া শেষে সরকারের পক্ষ থেকে ৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত জুনে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ক্রমশ তা বেড়েছে। সরকারি হিসাবে এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৯২ জন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মী মিলিয়ে ৩০০ জন স্বাস্থ্যকর্মীও আছেন বলে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়।