ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
Published : 30 Jul 2019, 01:04 PM
উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে আজ সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার এসআই অমিত কুমার জানান্
আহতদের মধ্যে দশ জনকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই অমিত বলেন, আধিপত্য বিস্তার নিয়ে হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামের বর্তমান মেম্বর মোশারফ হোসেন মুসা ও সাবেক মেম্বর গোলাম আলী মোরার মধ্যে বিরোধ চলছিল।
“সকালে গোলাম আলীর সমর্থকেরা মোহন সর্দার বাড়ির সামনে একটি ঘর তুলতে গেলে মোশারফ হোসেনের ভাই তাদের বাধা দেয়। এ নিয়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসআই।