ফের আন্দোলনের ডাক পৌর কর্মচারীদের

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 05:18 PM
Updated : 26 June 2019, 05:18 PM

বুধবার বিকালে দাগনভূঁইয়া পৌরসভার সম্মেলন কক্ষে এর মতবিনিময় সভায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতারা এ কথা বলেন।

দেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে অ্যাসোসিয়েশন এ ঘোষণা দেয়।

দাগনভূইয়া পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলীম মোল্যা বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে আন্দোলন করছে সারাদেশের ৩২৮ পৌরসভার ৩২ হাজার ৫শ কর্মকর্তা-কর্মচারী। সারাদেশের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের তিন থেকে ৬০ মাস পর্যন্ত বেতন ভাতা বকেয়া রয়েছে।

সরকার বারবার আশ্বাস দিলেও তাদের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি বলে তিনি অভিযোগ করেন।

“২০১৯-২০২০ অর্থবছরের বাজেটেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। এজন্য আগামী ১ জুলাই সকল পৌরসভার সেবা কার্যক্রম বন্ধ রেখে স্ব-স্ব পৌরসভায় অবস্থান কর্মসূচী পালন করা হবে।”

তিনি বলেন, পরদিন ২ জুলাই সকল পৌরসভার সেবা কার্যক্রম বন্ধ রেখে স্ব-স্ব পৌরসভা এলাকার প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামী ১৪ জুলাই সকল পৌরসভার সেবা কার্যক্রম বন্ধ রেখে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি।

অ্যাসোসিয়েশনের দাগনভূঁইয়া সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।

উপস্থিত ছিলেন পৌর মেয়র ওমর ফারুক খাঁন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলীম মোল্যা।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কিমিটির সিনিয়র সহ সভাপতি আবদুর সাত্তার, মিজানুর রহমান খন্দকার, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবীর, মুজাহিদুল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল আক্তার প্রমুখ।

মতবিনিময় সভায় ফেনী পৌরসভা, দাগনভূইয়া পৌরসভা, সোনাগাজী পৌরসভা, পরশুরাম পৌরসভা, ছাগলনাইয়া পৌরসভার কয়েকশ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।