রামসাগর উদ্যানের নীলগাই পেল সঙ্গী

দিনাজপুরের রামসাগর উদ্যানে প্রায় ছয় মাস একা থাকার পর মাদী নীলগাইটি সঙ্গী পেয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2019, 01:27 PM
Updated : 9 Feb 2019, 01:27 PM

সম্প্রতি নওগাঁর মান্দা উপজেলায় ধরা পড়া একটি পুরুষ নীলগাই শনিবার এই উদ্যানে আনা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকালে উদ্যানে পুরুষ নীলগাইটি ছেড়ে দেওয়ার পর মাদি নীলগাইয়ের সঙ্গে অল্প সময়ের মধ্যে ভাব হয়ে গেছে। ছোটাছুটি করছে উদ্যানের বেষ্টনীর ভেতর।

হরিণ প্রজাতির এই প্রাণীটি মানুষজন দেখলেই জঙ্গলে নিজেদের আড়াল করে রাখছে। বিষয়টি বিবেচনায় রেখে উৎসুক দর্শনার্থীদের সেখানে যেতে দিচ্ছে না কর্তৃপক্ষ।

রানীশংকৈলে আটকের পর মাদি নীলগাই

মান্দায় আটক পুরুষ নীলগাই

রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা থেকে মাদি নীলগাইটি স্থানীয় লোকজন আটক করলে বন বিভাগের লোকজন সেটি উদ্ধার করে রামসাগরে নিয়ে আসেন। তখন থেকেই এটি একাই ছিল।

নওগাঁর মান্দায় আটক পুরুষ নীলগাইটিকে এখানে আনার পর এই মাদি নীলগাইয়ের একাকিত্বের অবসান হলো।