নওগাঁয় ‘বিপন্ন’ নীলগাই উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় ‘বিপন্ন’ প্রজাতির প্রাণী নীলগাই ধরা পড়েছে; যেটি সীমান্তের ওপার থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 05:10 PM
Updated : 22 Jan 2019, 05:14 PM

উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকা থেকে মঙ্গলবার এটি আটক করেছে স্থানীয়রা।

প্রাণিসম্পদ বিভাগ প্রাণীটির পরিচয় নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, সকালে জোতবাজার প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে গ্রামের শতাধিক লোক ধাওয়া দিয়ে আটক করেন। পরে বেঁধে স্থানীয় ইউনিয়ন পরিষদে রেখে মান্দা থানা ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেন।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে প্রাণীটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান বলেন, পশুটি উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম কুমার বলেন, “এটি প্রায় বিলুপ্ত প্রাণী নীলগাই। নীলগাই ভারতের কিছু অঞ্চলে রয়েছে। সম্ভবত দলছুট হয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে পথ ভুলে বাংলাদেশের চলে এসেছে।”