জনতা দুপুরে পুলিশে দিল, রাতে প্রাণ গেল ‘বন্দুকযুদ্ধে’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জনতা ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দেওয়ার কয়েক ঘণ্টা পর কথিত বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 03:28 AM
Updated : 17 April 2018, 03:28 AM

সোমবার রাত ৩টার দিকে উপজেলার বাইপাস রেলগেইট এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদারের দাবি।

নিহত খোকন সূত্রধর (৩০) বিজয়নগর উপজেলার সিংগারবিল গ্রামের রমেশ সুত্রধরের ছেলে।

সোমবার দুপুরে এক বেসরকারি কোম্পানির প্রতিনিধিকে ছুরি মেরে ১৮ লাখ টাকা ‘ছিনতাই করে নিয়ে যাওয়ার সময়’ স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে সোর্পদ করে বলে জানান ওসি।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশ।

“যাওয়ার সময় বাইপাস রেলগেইট এলাকায় অবস্থান নিয়ে থাকা খোকনের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছুড়তে থাকে। তখন আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করে।  এক পর্যায়ে খোকনের গায়ে গুলি লাগে।”

তাকে পরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন করে জানান ওসি।

তিনি বলছেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করেছে।

ওসি জানান, এর আগেও ১৪ লাখ টাকা ছিনতাইয়ের একটি মামলা রয়েছ খোকনের বিরুদ্ধে। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।