বন্যপ্রাণী দিবসে লাউয়াছড়ায় ৮ প্রাণী অবমুক্ত

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মৌলভীবাজারের লাউয়াছড়ায় আটটি প্রাণী অবমুক্ত করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2018, 10:43 AM
Updated : 3 March 2018, 10:43 AM

শনিবার বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ প্রাণীগুলো অবমুক্ত করা হয় বলে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান।

সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহিদ হোসেন এ প্রাণীগুলো অবমুক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম আক্তার হোসেন, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান প্রমুখ।

অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি গন্ধগোকুল, একটি বন বিড়াল, একটি বাদামী বানর, একটি অজগর সাপ, দুটি সরালি পাখি ও দুটি কালিম পাখি।

পরে অতিথিরা বনের ভিতরে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপন করেন।