পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের চার প্রতিষ্ঠানকে সাত লাখ টাকার বেশি জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 01:49 PM
Updated : 6 Feb 2018, 01:50 PM

অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাহিদুর রহমান জানান, মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে তাদের এই জরিমানা করা হয়।

চার প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্র ও তরল বর্জ্য শোধনাগার ছাড়াই কারখানা চালিয়ে আসছিল জানিয়ে তিনি বলেন, এসব কারখানার দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করা হয়েছে।

“তাদের পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করা হয়। শুনানি শেষে লুজিন ফ্যাশন লিমিটেডকে ৪ লাখ ৫০ হাজার টাকা, ট্রেড ইঞ্জিনিয়ারিংকে দুই লাখ টাকা, ওমকার টেক্সটাইলকে ৬৫ হাজার ৫৬ টাকা ও জেনট্রি ফার্মাসিউটিক্যালসকে এক হাজার ২৫৮ টাকা জরিমানা করা হয়।”

দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।