জামায়াত নিষিদ্ধে মতভেদ আছে: মোজাম্মেল

জামায়াতে ইসলামী নিষিদ্ধের বিষয়ে আওয়ামী লীগের মধ্যে মতভেদ রয়েছে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 03:14 PM
Updated : 19 Jan 2018, 03:26 PM

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরে তিনি বলেন, “জামায়াত নিষিদ্ধের বিষয়টি নিয়ে আমাদের মধ্যেই মতভেদ রয়েছে। কেউ রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে, আবার কেউ আদালতের মাধ্যমে জামায়াত নিষিদ্ধ চাইছেন।

“তবে বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এটি নিষিদ্ধ করা হলে দেশ বিদেশে এ নিয়ে কথা আসবে। আদালত যত তাড়াতাড়ি এ বিষয়ে  রায় দেবে আমরা তত তাড়াতাড়ি ব্যবস্থা নেব।”

জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ অগাস্ট রায় দেয় হাই কোর্ট। ওই রায় স্থগিতে আবেদন করলে এক সপ্তাহের মধ্যে খারিজ হয়ে যায়। পরে রায়ের অনুলিপি পাওয়ার পর নিয়মিত আপিল করে জামায়াত; যার নিষ্পত্তি এখনও হয়নি।  

ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ নবায়ন ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন দুলালের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, দলের জেলা সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, দলের সদর উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক প্রমুখ। 

পরে মন্ত্রী আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সদস্যদের মাঝে নবায়ন ফরম বিতরণ করেন।