ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার আঙুল কর্তন: গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধার আঙুল কর্তনের ঘটনায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2017, 09:06 AM
Updated : 17 Nov 2017, 09:06 AM

জেলার সদর থানার এসআই বিশ্বনাথ রায় জানান, সদর উপজেলার রুহিয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল ইসলাম (৪৫) ওই উপজেলার চিরারং ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের হাজির উদ্দীনের ছেলে।

এসআই বলেন, গত সোমবার জমি নিয়ে বিরোধের জেরে ওই এলাকার ৬০ বছর বয়সী সুফিয়া খাতুনের ডান হাতের তিনটি আঙ্গুল কেটে ফেলা হয়।

এ ঘটনায় নুরুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে সুফিয়ার ছেলে আব্দুল আলিম বুধবার রাতে থানায় মামলা করেন। 

মামলার পর অভিযান চালিয়ে নুরুলকে গ্রেপ্তার করা হয় বলে বিশ্বনাথ জানান।    

মামলার বরাতে পুলিশের এ কর্মকর্তা বলেন, পৈতৃক সূত্রে পাওয়া একখন্ড জমিতে বাড়ি তুলে স্বামী, ছেলে ও ছেলে বউকে নিয়ে বসবাস করে আসছেন সুফিয়া। গত সোমবার ওই জমি দখল করতে স্থানীয় আব্দুল জব্বার ও তার অনুসারীরা হামলা চালায়।

“এ সময় তাদের সুফিয়া তাদের বাধা দিতে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের তিনটি আঙুল কেটে ফেলে। সেইসঙ্গে সুফিয়ার ছেলের বউ আলেয়া খাতুন ও মেয়ে আঞ্জুয়ারা বেগমকেও কুপিয়ে জখম করেন তারা।”

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি। 

এসআই বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।