কুমিল্লার লাকসামে কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
Published : 31 Oct 2017, 03:10 PM
উপজেলার বাকই ইউনিয়নের অশ্বদিয়া উত্তরপাড়া গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ।
নিহত নাছিমা বেগম (২৮) ওই গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী। স্থানীয় একটি কিন্ডার গার্টেনে শিক্ষকতা করতেন তিনি।
এ ঘটনার পর মাসুদকে আটক করেছে পুলিশ। তিনি অটোরিকশা চালক।
ওসি আবদুল্লাহ বলেন, সোমবার রাতে খাওয়ার সময় নাছিমার সঙ্গে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুদ উত্তেজিত হয়ে পাশে থাকা ধারালো ছুরি দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। এ সময় দুই সন্তানের চিৎকারে আশে পাশের লোকজন মাসুদকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও মাসুদকে আট করে নিয়ে আসে বলে জানান তিনি।