রোববার কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি

চারদিনের সফরে রোববার নিজ জেলা কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 03:30 PM
Updated : 7 Oct 2017, 04:38 PM

শনিবার কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিম উদ্দিন বিশ্বাস এ কথা জানান।

তিনি বলেন, ৮ অক্টোবর দুপুর ৩টায় হেলিকপ্টারযোগে তিনি মিঠামইন উপজেলায় আসবেন।

গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি বিকাল সাড়ে ৩টায় জেলা পরিষদের ডাকবাংলোতে আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর মিঠামইন বাজার পরিদর্শন শেষে তিনি স্পীডবোট যোগে উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ ও সন্ধ্যার পর মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজ পরিদর্শন করবেন।

গত এপ্রিলে বন্যায় ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের হাওর এলাকা পরিদর্শন করেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে ৯ অক্টোবর দুপুরে বাজিতপুরে শহীদ মিনার, স্মৃতিসৌধ ও চারটি ব্রিজ উদ্বোধন করবেন।

পরে তিনি বাজিতপুর ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ সদরের আসবেন।

পরদিন ১০ অক্টোবর সড়ক পথে রাষ্ট্রপতি কটিয়াদি উপজেলায় পৌছাবেন। সেখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নিবেন বলে জানান আজিম উদ্দিন।

১১ অক্টোবর বিকালে হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঢাকায় রওয়ানা হওয়ার কথা বয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।