বন্যায় গাইবান্ধার ক্ষয়ক্ষতি

গাইবান্ধায় বন্যায় প্রাণহানি, সেতু-কালভার্ট ও সড়কসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2017, 09:04 AM
Updated : 25 August 2017, 09:04 AM

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল লিখিত তথ্যে জানান, বন্যায় এ জেলায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

আর ২৩টি সেতু-কালর্ভাট, ৬৮০ কিলোমিটার সড়ক ও ৪২ কিলোমিটার বাঁধ বিধ্বস্ত হয়েছে। এছাড়া পানিতে ডুবে নষ্ট হয়েছে ২৭ হাজার ১৬৭ হেক্টর জমির ফসল, ভেসে গেছে ২৩৯৫টি পুকুর।

কাঁচা সড়ক ৬০৭ কিলোমিটার আর পাকা সড়ক ৭৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্যে জানানো হয়।

এছাড়া ১ লাখ ২১ হাজার ১৫৭টি ঘরবাড়ি, ৩৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৭৩টি ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে ৩০৩১টি নলকূপ।

শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৯৬টি প্রাথমিক ও ১১টি উচ্চবিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়।

এই ক্ষতির মধ্যে পড়েছেন জেলার একটি পৌরসভা ও ৬৯টি ইউনিয়নের ৬০৭টি গ্রামের ৫ লাখ ৭২ হাজার ৭৩১ জন মানুষ।

ক্ষতি মোকাবিলা হিসেবে ওই তথ্যে জানানো হয়, দুর্গতদের ১৫৮৬ মেট্রিকটন খাদ্যশস্য ও ৪২ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। আর এখনও জেলায় মজুদ রয়েছে ৫০৪ মেট্রিকটন খাদ্যশস্য ও ১৯ লাখ টাকা।