বগুড়ায় যমুনা নদীতে সারভরতি নৌকাডুবির পর নয়শ বস্তার মধ্যে চারশ বস্তা উদ্ধার করা হয়েছে।
Published : 04 Nov 2016, 09:06 PM
শুক্রবারের এ ঘটনায় নৌকার মাঝিমাল্লারও উদ্ধার হয়েছেন বলে সারিয়াকান্দি থানার ওসি এএসএম ওয়াহেদুজ্জামান জানান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, জামালপুরের তারাকান্দিতে অবস্থিতি যমুনা ইউরিয়া সার কারখানা থেকে নয়শ বস্তা ইউরিয়া সার নিয়ে কুড়িগ্রামের রাজিবপুরের উদ্দেশে রওনা দেয় শুক্রবার ভোরে।
শ্যালো ইঞ্জিন চালিত ওই নৌকায় সারের মালিক রাজিবপুরের মো. আব্দুল বারিক ও নৌকার তিন মাঝিমাল্লাও ছিলেন বলে জানান তিনি।
ওসি বলেন, নৌকাটি বেলা ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের উল্যাডাঙ্গা চিলাকাউরিয়ায় যমুনা নদীর চরের কাছে পৌঁছরে ভাসমান একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
“এতে নৌকাটির একাংশ ভেঙ্গে গিয়ে পানি উঠতে শুরু করে এবং এক পর্যায়ে ডুবে যায়।”
ওসি ওয়াহেদুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে এবং প্রায় চারশ বস্তা ইউরিয়া সার নদী থেকে উদ্ধার করা হয়। চরের কাছাকাছি থাকায় নৌকাটি সম্পূর্ণ ডুবে না যাওয়ায় মাঝিদেরও উদ্ধার করা সম্ভব হয়েছে।