নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার এক মাদ্রাসাছাত্র ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে পরিবার জানিয়েছে।
Published : 08 Aug 2016, 03:09 PM
মো. জাকারিয়া খান পাঠান (১৬) নামের ওই তরুণ ‘সাওতুল কোরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসার’ এক ছাত্র।
জাকারিয়া খান নেত্রকোণার বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের ডেমুড়া গ্রামের মো. ইব্রাহীম খান পাঠানের ছেলে।
সন্ধান চেয়ে তার বাবা ইব্রাহীম বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বারহাট্রা মডেল থানার ওসি সালেমুজ্জামান জানান, ইব্রাহীম খান পাঠান তার ছেলে জাকারিয়া নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেছেন গত শনিবার (৬ অগাস্ট)।
বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে জাকারিয়া নিখোঁজ হয়েছে বলে জিডিতে বলা হয়। তার সন্ধানে সব থানায় ম্যাসেজ পাঠানোসহ সম্ভাব্য সব চেষ্টা করা হচ্ছে বলে ওসি জানান।
“জাকারিয়া জঙ্গি দলে ঢুকে থাকতে পারে। তার বয়সটা সন্দেহকে আরও বাড়িয়ে তুলেছে। এরকম সন্দেহকে অগ্রাধিকার দিয়ে তদন্তে জোর দেওয়া হচ্ছে।”
ইব্রাহীম খান পাঠান বলেন, তার ছেলে মোহনগঞ্জ সাওতুল কোরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসায় লেখাপড়া করছিল।
“কয়েকদিন ছুটি কাটিয়ে গত ২৫ জুলাই বিকাল ৪টার দিকে বাড়ি থেকে মোহনগঞ্জ মাদ্রাসার উদ্দেশে রওনা দেয়। এরপর থেকেই জাকারিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”
মাদ্রাসা ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি তার। পরে বারহাট্টা থানায় জিডি করা হয় বলে জানান তিনি।