সিলেটের বিয়ানীবাজারে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর এক ব্যক্তি থানায় গিয়ে ধরা দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
Published : 20 Mar 2016, 07:13 PM
রোববার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি মো. জুবের আহমদ।
নিহত আয়শা আক্তার (২৪) ওই গ্রামের শিব্বির আহমদের স্ত্রী।
শ্রীধরা বাজারের প্রহরী শিব্বির দ্বিতীয় স্ত্রী আয়শাকে নিয়ে ওই এলাকায় নিমার আলীর বাসায় ভাড়া থাকতেন।
ওসি বলেন, বেলা ৩টার দিকে শিব্বির (৩৬) থানায় এসে স্ত্রীকে খুন করেছেন বলে জানায়। পুলিশ তাকে আটক এবং শ্রীধরা গ্রামে গিয়ে আয়শার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের শরীরে দায়ের একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।