কুড়িগ্রামে প্রায় ৩০ হাজার হেক্টর কৃষিজমির পাশাপাশি এক হাজার পুকুর মাছ চাষের আওতায় আনার লক্ষ্যে তিস্তা ও ধরলা নদীর সংযোগ খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
Published : 19 Mar 2016, 11:53 PM
সমন্বিত কৃষি উৎপাদন প্রকল্পের পরিচালক আব্দুল কাদের শনিবার প্রায় ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটির খননকাজ উদ্বোধন করেন।
পরিচালক সাংবাদিকদের বলেন, ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই খালটি রাজারহাট উপজেলার তিস্তা নদীর সিন্দুরমতী থেকে উলিপুর উপজেলার দুর্গাপুর হয়ে সদর উপজেলার মোগলবাসারে ধরলা নদী পর্যন্ত খনন করা হবে।
প্রকল্প উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়াম্যান আবুল হাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, বিএডিসি ক্ষুদ্র সেচ নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ আলতাব, উপজেলা কৃষি কর্মকর্তা ষষ্টিচন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
খননকাজ মে মাসে শেষ হবার কথা।