পিরোজপুরের কাউখালীতে তিন সপ্তাহ আগে বিয়ে বিচ্ছেদ হওয়া এক নারীর হাত-পায়ের রগ কেটে দিয়েছে মুখোশধারীরা।
Published : 03 Mar 2016, 10:49 AM
বুধবার রাতে উপজেলার কেউন্দিয়ায় এ ঘটনা ঘটে বলে কাউখালী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান।
আহত ময়না আক্তার (২২) উপজেলার সদরের ইমাম হোসেন মৃধার মেয়ে। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ময়না বলেন, “রাতে আমি পুকুরে গেলে চার-পাঁচজন মুখোশধারী যুবক আমার মুখ চেপে ধরে। পরে পাশের একটি জমিতে নিয়ে গিয়ে বাঁ হাত ও দুই পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়।”
পরে ময়নার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যান।
প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক বছর আগে ময়নার সঙ্গে একই গ্রামের শহীদুল ইসলামের বিয়ে হয়েছিল। ২০-২৫ দিন আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। শহীদুল ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন।
ওসি জাহাঙ্গীর বলেন, “এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”