কুমিল্লায় নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপির সাবেক সাংসদ এম আনোয়ারুল আজিমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
Published : 24 Dec 2015, 05:34 PM
বৃহস্পতিবার সকালে লাকসামের গাজিমুড়া এলাকায় এ হামলা হয় বলে লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন জানান।
বিএনপি নেতা আনোয়ারুল আজিমের অভিযোগ ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে লাকসাম উপজেলার সাবেক চেয়ারম্যান মজির আহমেদ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মোহাম্মদপুর ও ফতেহপুরে গণসংযোগ শেষে ফেরার সময় গাজিমুড়ায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আমার গাড়ি ভাংচুর করে।
“এতে আমার পিএস আমানউল্লাহ ও গাড়ির চালক খোরশেদসহ তিনজন আহত হয়েছেন।”
ঘটনার পর পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি মনোয়ার
তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনোয়ারুল আজিমের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
বিএনপির নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহউদ্দিন গুরতর আহত হয়ে লাকসাম স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করে আওয়ামী লীগের এ নেতা বলেন, “বিএনপির নেতা কর্মীরা নিজেরাই গাড়ি ভাংচুর করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে পৌর নিবার্চনের ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে।”