ফেনীতে মায়ের হাত ধরে হাঁটার সময় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নেহানকে সঙ্গে নিয়ে তার মা রোকেয়া খাতুন বাবার বাড়িতে যাচ্ছিলেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 07:57 AM
Updated : 1 June 2023, 07:57 AM

ফেনীর দাগনভূঁঞা উপজেলায় মায়ের হাত ধরে মহাসড়কের পাশে হেঁটে যাওয়ার সময় বাসের ধাক্কায় মারা গেছে এক শিশু।

বুধবার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কের বেকের বাজার এলাকায় শিশুটি নিহত হয়েছে বলে জানিয়েছেন দাগনভূঁঞা থানার ওসি মো. হাসান ইমাম।

নিহত আট বছরের শিশু আবদুল নেহান দাগনভূঁঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মো. এবাদুল হকের ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি হাসান জানান, সন্ধ্যায় নেহানকে সঙ্গে নিয়ে তার মা রোকেয়া খাতুন বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেকের বাজার আসেন। তিনি ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশ দিয়ে ছেলে নেহানের হাত ধরে হেঁটে যাচ্ছিলেন।

“ এ সময় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে নেহানকে ধাক্কা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।”

ওসি আরও বলেন, স্থানীয় লোকজন ধাওয়া করে বাস ও বাসের সহকারী আসিফ হোসেনকে আটক করলেও চালক পালিয়ে যায়। বাসটি জব্দ করেছে পুলিশ।