আগের দিন তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে কথা বলা নিয়ে বর্তমান স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়েছিল বলে জানান স্বজনরা।
Published : 24 Mar 2025, 01:20 PM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় এক ইটভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কালিঞ্চী এলাকার মাদার নদীর চরে থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা।
মৃত ইয়াছিন আলম (৩২) উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের প্রয়াত জাবেদ আলী গাজীর ছেলে।
ইয়াছিনের প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, “ইয়াছিন দুই দিন আগে ইটভাটা থেকে নিজ বাড়িতে আসেন। রোববার দুপুরের দিকে তালাক দেওয়া প্রথম স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলা নিয়ে তাকে মারপিট করেন বর্তমান স্ত্রী ও শ্যালকরা। এ ঘটনার পর বাড়ি থেকে বের হয়ে যান ইয়াছিন।
“রাতে বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করেন ইয়াছিন। এ সময় শ্যালকসহ অন্যরা তাকে ধাওয়া দিলে বাড়ির পাশে মাদার নদীতে ঝাঁপ দেন তিনি। ভোরে কালিঞ্চী এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় ইয়াছিনের মৃতদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।”
ইয়াছিনের আত্মীয় আব্দুল হামিদ বলেন, “তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে কথা বলা নিয়ে বর্তমান স্ত্রীর সঙ্গে ইয়াছিনের ঝগড়া হয়। এ ঘটনার জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”
সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি হুমায়ুন কবির মোল্যা।