শুক্রবার রাতে জামালপুর-টাঙ্গাইল সড়কে একজন এবং শনিবার ভোরে জামালপুর-ময়মনসিংহ সড়কে দুইজন নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
Published : 08 Mar 2025, 03:43 PM
জামালপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ আরও পাঁচজন।
শুক্রবার রাতে জামালপুর-টাঙ্গাইল সড়কে একজন এবং শনিবার ভোরে জামালপুর-ময়মনসিংহ সড়কে দুইজন নিহত হন বলে জানান জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক।
নিহতরা হলেন- জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাক চালক জুয়েল আকন্দ কালু, বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম এবং মাধুর বাজার এলাকার প্রয়াত মুছা খানের ছেলে ব্যবসায়ী আনছু খান।
জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ভোরে জামালপুর-ময়মনসিংহ সড়কের ছনকান্দায় সড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু।
এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। এতে আহত হন অপর ট্রাকের চালকসহ তিনজন। এ সময় সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
তিনি বলেন, একই সময় জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল সড়কে আটকে থাকা পাথরবাহী একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শাওন ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর আরোহী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায় বলে জানান রবিউল ইসলাম।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।
অপরদিকে শুক্রবার মধ্যরাতে জামালপুর-টাঙ্গাইল সড়কের নারিকেলিতে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় ব্যবসায়ী আনছু খান নিহত হন।
একই সড়কের জামতলি বাজার চেকপোস্টে সিগন্যাল অমান্য করে একটি পিকআপ চলে যাওয়ার সময় এক পুলিশ সদস্যকে চাপা দেয়। পিকআপটি মধুপুর থেকে জামালপুরের দিকে চলে যায়।
আহত গোপাল চন্দ্র ঘোষ নারায়ণপুর তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন।
ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ছনকান্দায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা গেলেও নারিকেলি এবং জামতলির ঘটনার পর ট্রাক ও পিকআপ নিয়ে পালিয়ে গেছে চালক।