বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বনবিভাগের একটি সংরক্ষিত বনাঞ্চলে সজারুটি অবমুক্ত করা হয়, বলেন বরিশাল সদর বন কর্মকর্তা।
Published : 02 Dec 2024, 08:40 PM
বরিশালের উজিরপুরে গ্রামবাসীদের হাতে আটক সজারু সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
রোববার রাতে উপজেলার মুন্সীর তালুক গ্রামে সজারুটি ধরা পড়ে বলে স্থানীয় ইমন মল্লিক জানান।
সোমবার বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে বলে সদর বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানিয়েছেন।
ইমন মল্লিক বলেন, সজারুটি রাস্তায় উঠে পড়ে। তখন গ্রামবাসী প্রাণীটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সেটি খোলা মাঠে যায়। সেখান থেকে সজারুটি আটক করা হয়।
“গ্রামবাসী সজারুটি মেরে ফেলার চিন্তা করেছিল। এক পর্যায় ট্রিপল নাইনে কল করে বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়। পরে তারা এসে নিয়ে যায়।”
উজিরপুর উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “রোববার রাতে মুন্সীর তালুক গ্রামের বাসিন্দারা সজারুটি আটক করে। খবর পেয়ে রাতে ওই গ্রামে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে বরিশাল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বরিশাল সদর বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বনবিভাগের একটি সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। সেখানে সজারুটিকে অবমুক্ত করা হয়েছে।”
তিনি বলেন, সমস্ত শরীরে কাটাযুক্ত রোডেন্সিয়া বর্গের স্তন্যপায়ী প্রাণী হল সজারু। বর্তমানে এটি বিলুপ্ত প্রায় প্রাণী হিসেবে বিবেচিত। সজারু একটি তৃণভোজী প্রাণী।